ব্রেকিং নিউজ
পঞ্চগড় মোবাইল চুরির অভিযোগে এক নারীকে বেঁধে নির্যাতন বাপ্পীর সুস্থতা কামনায় দাকোপ বিএনপির মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩/৯/২০২৩, ১২:০৫:০৩ AM

মৃত এক নারী জীবিত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি

ঝালকাঠি সদরের শশ্মানঘাট এলাকায় মৃত এক নারী জীবিত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। লাশ দাহ করার আগমুহূর্তে এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। সেখান থেকে আবারও ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠি সদরের শশ্মানঘাট এলাকায় মৃত এক নারী জীবিত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। লাশ দাহ করার আগমুহূর্তে এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। সেখান থেকে আবারও ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়।ঝালকাঠি জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি পরাণ কর্মকার বলেন, ‘আমাদের সমিতির সদস্য মেঘা জুয়েলার্সের মালিক শান্তি কর্মকারের মা সাধনা রানি রায় (৮৫) শনিবার সকাল ৭টায় পৌর শহরের পোস্ট অফিস রোডের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান। দুপুর ১টার দিকে লাশ দাহ করার জন্য পৌর শহরের শশ্মানঘাট এলাকায় নেওয়া হয়। শশ্মানঘাটের গেটে লাশ রাখার পর সাধনা রানির নাতনি মেঘা কর্মকার স্বজনদের বলেন, দাদুর শরীর গরম, এখনও জীবিত আছেন। এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৈশাখী বড়াল।’

সাধনা রানির জামাতা বাবুল কর্মকার বলন, ‘মৃত ঘোষণার পর হাসপাতাল থেকে লাশ আবারও শশ্মানঘাটে আনা হয়। এরপরও শরীর গরম দেখে কেউ কেউ বলেছেন, এখনও জীবিত। পরে জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শশ্মানঘাটে ছুটে আসেন।’ জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় দফায় পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত ঘোষণা করেছি আমরা। অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গুজব ছড়িয়ে সবাইকে বিভ্রান্ত করা হয়েছে।’

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, ‘মৃত্যুর পর চার-পাঁচ ঘণ্টা মরদেহ গরম থাকতে পারে, এটি স্বাভাবিক। তবে সাধনা রানি মৃত। তার জীবিত হওয়ার খবরটি গুজব।’